বর্তমান সময়ে অনলাইনের যুগে অনেকে বিভিন্ন ধরণের কাজ করে ইনকাম করছেন। সে সব বিভিন্ন ধরণের কাজের তালিকায় রয়েছে লোগো ডিজাইন। খুব সহজে লোগো ডিজাইন শিখে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব। বর্তমান অনলাইনে লোগো ডিজাইন এর চাহিদা অনেক বেশি। সেই ক্ষেত্রে লোগো ডিজাইন শিখে অনেক বেকার ছাত্র-ছাত্রী অনলাইন থেকে যথেষ্ঠ পরিমাণে অর্থ উপার্জন করছেন। অনলাইনে লোগো ডিজাইন করার জন্য বিভিন্ন ধরণের সাইট রয়েছে এ সাইট গুলো শুধুমাত্র সঠিক কাজের বিনিময়ে টাকা পেমেন্ট দিয়ে থাকে। যেমন,
* ফাইবার (Fiverr.com) বর্তমান অনলাইনে ভালোমানের একটি সাইট।
* আপওয়ার্ক (Upwork.com) বর্তমানে অনেক বেশি অর্থ উপার্জনের একটি সাইট।
* ফ্রিল্যান্সার (Freelancer.com) বর্তমান যুগে এই সাইটগুলি অনলাইনের ইনকামের জন্য অনেক জনপ্রিয় সাইট।
* আপওয়ার্ক (Upwork.com) বর্তমানে অনেক বেশি অর্থ উপার্জনের একটি সাইট।
* ফ্রিল্যান্সার (Freelancer.com) বর্তমান যুগে এই সাইটগুলি অনলাইনের ইনকামের জন্য অনেক জনপ্রিয় সাইট।
তবে যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারেন। এতে দিনে দিনে বেকারত্বের হার অনেক কমিয়ে আসছে। অনলাইন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের লোগো ডিজাইন তৈরি করে যথেষ্ঠ পরিমাণে অর্থ উপার্জন করছেন অনেকে।
তবে খুব সহজে লোগো ডিজাইন তৈরি করার জন্য সঠিক টিপস অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে লোগো ডিজাইন যাতে প্রফেশনাল হয় সেই রকম ভাবে খুব সহজে লোগো তৈরি করার কৌশল নিম্নে আলোচনা করা হলো।
লোগো ডিজাইন এর জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকে কিন্তু কিবোর্ডর মধ্যে যে সমস্ত কাজের প্রয়োজন হয় তা কখনো উল্লেখ করে না। লোগো ডিজাইন করার পূর্বে কয়েকটি বিষয় ভালোভাবে মাথায় রাখতে হবে তাহলে একটি লোগো ইউনিক ভাবে খুব সহজে তৈরী হয়ে যাবে। কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোগো তৈরী করার জন্য প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিস ওপেন করতে হবে।
ওপেন হয়ে গেলে File মেনু থেকে New নামে একটি অপসন থাকবে সেখানে ক্লিক করে নতুন পেজ তৈরী করে নিতে হবে। তারপর স্ক্রীণে থাকা বাম পাশের বিভিন্ন টুলস অপশনের সাথে পরিচিত হওয়া প্রয়োজন হবে। উচ্চতা ও প্রস্থ ভেদ নির্ধারণ করে আয়তাকার, বর্গাকার এবং বৃত্তাকার ও লোগো তৈরিতে পছন্দ মতো বিভিন্ন আকৃতির তৈরি চতুরভুজ এবং গোল আকৃতি তৈরী করুন।
তবে লোগো ডিজাইনের ক্ষেত্রে এভাবেই সর্বপ্রথম লোগো অনুযায়ী বিভিন্ন ধরণের আয়তকারের প্রয়োজন হয়। এভাবেই লোগো ডিজাইন এর কাজ সম্পূর্ণরূপে হয়ে থাকে। তাহলে জেনে নেয়া যাক লোগো ডিজাইন এর সকল প্রকার ধাপগুলো।
লোগো ডিজাইন আইডিয়া
লোগো ডিজাইন এর প্রথম আইডিয়া থেকে একদম শেষ পর্যন্ত বিস্তারিত এবং বিভিন্ন গোপন টিপস সহকারে একটি লোগো ডিজাইন সম্পর্কে জানতে পারবেন। প্রথমে একটি যেকোন লোগো দেখারপর কিভাবে তেরী করা যায় সেই বিষয়ে সঠিক ধারণা মাথায় অনুসরণ তৈরী করুন। কাজের ক্ষেত্রে বলতে গেলে একটি জেপিজি JPG লোগো থেকে Vector logo তৈরি করতে অনেক সময়ে প্রয়োজন হয় এবং নতুন লোগো তৈরি করতে নিজের মাথায় সঠিক আইডিয়া তৈরি করে ইউনিক লোগো তৈরি করতে হয়।
তবে উদাহরণ স্বরূপ একটি JPG লোগো থেকে কিভাবে সঠিক মানের একটি Vector logo তৈরি করা যায় লক্ষ্য করতে পারেন। তাহলে নতুন লোগো তৈরি করতে কোন প্রকার সমস্যা হবে না। ঠিক একই কাজের মধ্যে দিয়ে লোগো তৈরির কাজ সম্পুর্ণ ভাবে ডিজাইন তৈরি হয়ে যাবে।
প্রথমে গুগল থেকে নিজের মত একটি ইউনিক লোগো সিলেক্ট করতে পারেন। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেট পেজে নিতে হবে। কাজের সুবিদার্থের জন্য লোগোটিকে পেজের সাথে Lock করতে হবে। তাহলে লোগো ডিজাইন এর কাজ করতে অনেক সুবিধা হবে।
জেপিজি লোগো Lock করতে লোগোটি সিলেক্ট করে Object মেনু থেকে Lock নামে একটি অপসন থাকবে সেখানে মাউস নিয়ে যাওয়ার পর Selection অপসনে ক্লিক করলে জেপিজি লোগোটি সম্পূর্ণ ভাবে Lock হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে Ctrl+2 চাপ দিলে জেপিজি লোগোটি Lock হয়ে যাবে। আবার কাজের ক্ষেত্রে লক উঠানো প্রয়োজন হলে পুণরায় Object মেনু থেকে Lock নামে অপসনে ক্লিক দিলে রক উঠে আসবে এবং কিবোর্ড দ্বারা Ctrl+Alt+2 চাপ দিলেও লক উঠানো সম্ভব হবে।
লোগো ডিজাইন তৈরি
স্ক্রীণে থাকা বাম পার্শ্বে বিভিন্ন টুলস এর টেবিল রয়েছে সেখান থেকে Pen tool নামে একটি টুলস রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। তারপর জেপিজি লোগোটির উপরে নিয়ে যে রকম ভাবে রয়েছে লাইন আকারে তৈরি করতে হবে। লাইন নেয়ার জন্য Window নামে একটি অপসন থাকবে সেখানে ক্লিক করার পর Color নামে একটি অপসন থাকবে সেখানে ক্লিক করলে কালার টেবিল স্ক্রীনের সামনে চলে আসবে।
লাইন নেয়ার জন্য সেখানে দুটি অপসন থাকবে সেখানে Fill এবং Stroke থাকবে Stroke অপসনটি উপরে ভাসিয়ে নিতে হবে। তাহলে Pen tool দিয়ে লোগোতে কাজ করার সময় Line সঠিক ভাবে কাজ করবে।
corner of the pen tool
Pen tool দিয়ে জেপিজি লোগো অনুযায়ী একদম সোজা বরাবর ক্লিক করে পুরোটা শেষ করতে হবে। তবে কোন ভাবে লোগেতে থাকা রাউন্ড অংশ গুলোতে Pen tool দ্বারা রাউন্ড আকারে করা যাবে না। তাহলে অনেক সম্যসা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে একদম যেখানে যেখানে ক্লিক করার প্রয়োজন শুধুমাত্র একটি করে ক্লিক করতে হবে।
লোগোটি ইউনিক করার জন্য Curvature tool ব্যবহারের প্রয়োজন হবে তাহলে ইউনিক লোগো সঠিক ভাবে তৈরি হয়ে যাবে।
center of curvature tool
Pen tool দ্বারা পূর্বে জেপিজি লোগোতে লাইন মোতাবেক যেগুলো কাজ করা হয়েছে সেগুলোকে সঠিক ভাবে লোগো অনুযায়ী Curvature tool দ্বারা ইউনিক লোগো তৈরি করা সম্ভব হবে। প্রথমে বাম পার্শ্বে স্ক্রীণে থাকা টুল বক্স থেকে Curvature tool সিলেক্ট করে নিতে হবে অথবা কিবোর্ড দ্বারা Shift+~ প্রেস করলে Curvature tool চলে আসবে। তারপর লোগোতে যেগুলো জায়গায় কাজ করা হয়েছে বিভিন্ন অংশ এক এক করে সিলেক্ট করে Curvature tool পজিশন মোতাবেক ক্লিক করে রাউন্ড অনুযায়ী টেনে নিতে হবে।
তাহলে দেখা যাবে সঠিক ভাবে রাউন্ড অতি তাড়াতাড়ী ভাবে তৈরি হয়ে যাবে। অনেক সময় যদি এক ক্লিকে রাউন্ড না হয় তাহলে রাউন্ড অনুযায়ী আর একটি ক্লিক করে টেনে নিলে রাউন্ড এর কাজ সঠিক ভবে হতেই থাকবে। Curvature tool দ্বারা একটি সঠিক মানের ইউনিক লোগো তৈরি করা সম্ভব।
সর্বশেষে বলা যায় লোগোতে কাজ করতে হলে এ দুটি টুলস ব্যবহার করলে করলে খুব অল্প সময়ের মধ্যে ইউনিক লোগো তৈরি করা সম্ভব হবে। তবে মনে রাখা উচিত লোগো কাজ করতে হলে Pen tool দ্বারা প্রথমে সেন্টার গুলোতে সঠিক ভাবে আকতে হবে তার পর Curvature tool দ্বারা সেই লোগো পরিপূর্ণ ভাবে কাজ করতে হবে।
0 Comments
Do not share any link